Monday, February 11, 2008

দিনাজপুরে শিশু মৃত্যুর হার বাড়ছে


দিনাজপুরে শিশু মৃত্যুর হার বাড়ছে । গত এক বছরে কেবল দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেই মারা গেছে ৬শ' ২০ টি শিশু । এর মধ্যে ৭ বছরের কম বয়সী শিশু মারা গেছে ৩শ' ৩৯ টি । শিশুদের এই মৃত্যুর কারণ হিসেবে বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, নিউমোনিয়া, ব্রংকাইটিস আর প্রসবকালীন আঘাতজনিত কারণেই বেশীর ভাগ শিশুর মৃত্যু ঘটেছে । এ ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকদের অসতেনতাই কাজ করেছে বেশী ।

No comments:

Earn money with AlertPay