Thursday, February 14, 2008

ভাসমান ও ছিন্নমূল শীতার্ত শিশুদের পাশে ছোটরাই

মধ্য রাতে ফুটপাতে বা মার্কেটের খোলা বারান্দায় অথবা ফ্লাইওভারের নিচে যখন শীতে কাঁপছিল ভাসমান ছিন্নমূল শিশুগুলো, ঠিক তখন-ই তাদের পাশে এসে দাঁড়ায় শিশু-কিশোর সংগঠন ছোটরাই । পরম মমতায় তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিয়ে অসহায় শিশুগুলোর কষ্ট ভাগাভাগি করে নেয় যত্ন ও বিত্তের মধ্যে বড় হয়ে ওঠা বেশ কিছু শিশু । বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলিস্তান, কমলাপুর, যাত্রাবাড়ি, খিলগাঁও, মগবাজার, মালিবাগ এলাকায় প্রায় ৬শ' অসহায় শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করে ছোটরাই ।

No comments:

Earn money with AlertPay